সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কথায় আছে মাছে-ভাতে বাঙালি। আমরা বাঙালিরা একবেলা মাছ-ভাত ছাড়া যেন চলতেই পারি না। অন্যান্য খাবারের সঙ্গে মাছ-ভাত থাকা চাই। তবে জন্মের পর কোনোদিন ভাত খাননি এমন এক মানুষের খোঁজ পাওয়া গেছে। তার নাম দেলোয়ার হোসেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চরগড়পাড়া গ্রামে বাসিন্দা।
জানা যায়, জন্মের পর থেকে আটার রুটি খেয়ে জীবনযাপন করছেন দেলোয়ার। আজ পর্যন্ত ভাত খাননি। ভাতের স্বাদ কেমন জানেন না তিনি। নিজ গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের মানুষ তার এ জীবনযাপন দেখে বিস্মিত। তিন বেলা রুটি খেয়ে এক জীবন কাটিয়ে দেওয়া যায় তার জীবন্ত উদাহরণ চা বিক্রেতা দেলোয়ার। এমনকি বিয়ের দিনও শ্বশুর বাড়িতেও তার জন্য আয়োজন করা হয় রুটির। এ নিয়ে শশুরবাড়িতে তাকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য।
দেলোয়ারের মা জানান, জন্মের পর থেকে দেলোয়ার আট মাস পর্যন্ত শুধু দুধ খেয়েছে। দুধের পাশাপাশি ভাত, খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাও খাওয়ানো যায়নি তাকে। জোর করে খাওয়ালে বমি করে ফেলে দিত। তারপর থেকে এখন পর্যন্ত ৫২ বছরে এক মুঠো ভাতও খায়নি দেলোয়ার।
৩০ বছর আগে দেলোয়ারের সঙ্গে শিউলি বেগমের বিয়ে হয়। তিনিও অনেক চেষ্টা করেছেন দেলোয়ারকে রুটির বদলে অন্য খাবার খাওয়ানোর। কিন্তু রুটি ছাড়া কিছুই খাওয়ানো যায়নি তাকে।
দেলোয়ার ভাত না খেয়ে রুটি ও অন্যান্য খাবার খাচ্ছে তাই ভাতের যে পুষ্টি উপাদান রয়েছে, তা পূরণ হচ্ছে । এজন্য তার কোনো শারীরিক সমস্যা হয়নি। তবে এ রকম সচরাচর দেখা যায় না বলে জানালেন মানিকগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসক আনোয়ার হোসেন।
আর ৫২ বছর ধরে তিন বেলা আটার রুটি খেয়েই সুস্থ আছেন চা বিক্রেতা দোলোয়ার হোসেন। কোনোদিন কোনো ধরনের রোগেও আক্রান্ত হননি তিনি।
এইউ