সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালিয়ে ২০০১ সালে ময়মনসিংহ সদর উপজেলার টান হাসাদিয়া গ্রামে জয়নাল আবেদীন প্রতিষ্ঠা করেন মমতাজ হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের ভরাসাস্থল হয়ে ওঠে হাসপাতালটি। ২০২২ সালে সাদা মনের মানুষ খ্যাত রিকশাচালক জয়নাল আবেদীন মারা গেলে টানাপোড়েনে পড়ে হাসপাতালটির কার্যক্রম। বর্হিবিভাগ ও আন্তঃবিভাগ সেবা চালু থাকলেও বন্ধ রয়েছে অন্যান্য সেবা।
গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা করে জয়নাল আবেদীন রিকশা চালিয়ে ২৪ শতাংশ জায়গা কিনে মেয়ের নামে প্রতিষ্ঠা করেন আধা পাকা মমতাজ হাসপাতাল। তখন এমন মানবিক কার্যক্রমে সারাদেশে প্রশংসায় ভাসেন জয়নাল আবেদীন। হাসপাতাল পরিদর্শনে গিয়ে সরকারের মন্ত্রীরাও বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ২০২২ সালের ১৯ জানুয়ারি জয়নাল আবেদীন মারা যাওয়ার পর হাসপাতালে সরকারি-বেসরকারি সব ধরনের সহযোগিতা বন্ধ হয়ে যায়।
এদিকে হাসপাতালটির কার্যক্রম টিকিয়ে রাখার মাধ্যমে জয়নাল আবেদীনের স্মৃতি ধরে রাখার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীদের। একসময় প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পেলেও এখন আর্থিক সংকটের কারণে ১০ টাকা টিকিটের বিনিময়ে সপ্তাহে তিনদিন সেবা দেওয়া হচ্ছে।
রিকশাচালক জয়নাল আবেদীন হাসপাতাল ছাড়াও বাড়ির পাশে একটি মসজিদ এবং গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষার কথা ভেবে নিজের ৩৩ শতক জমির মধ্যে ২০০৮ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা ২০১৬ সালে সরকারীকরণ হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘এসো বাংলাদেশ গড়ি’ শীর্ষক রোড শো চলাকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়নাল আবেদীনকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে সনদ ও পদক দেওয়া হয়। ২০১১ সালের ১৯ নভেম্বর ৪০তম জাতীয় সমবায় দিবসে সংবর্ধনা দেওয়া হয় তাকে।
এইউ