সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানুষজন সাধারণত ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন। তবে ময়মনসিংহে এমন এক ব্যক্তি আছেন যিনি ঝামেলা কেনেন এবং বেচেন। শুনতে অবাক লাগলেও এই ঝামেলা কেনাবেচার মাধ্যমে তিনি প্রতি মাসে আয় করেন লাখ টাকারও বেশি।
মেসার্স ঝামেলা কিনি। এমন অদ্ভুত নামের সাইনবোর্ড টানিয়ে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় ব্যবসা করছেন সায়েম আহমেদ নামের এক ব্যক্তি। মূলত বাসাবাড়িতে ব্যবহৃত পুরাতন আসবাবপত্র কেনাবেচা করাই তার ব্যবসা। তার দোকানেও রয়েছে বিভিন্ন ধরনের পুরাতন আসবাবপত্র। প্রতিষ্ঠানের নামের এমন ভিন্নতাকে স্যোশাল মিডিয়াতেও কাজে লাগিয়েছেন সায়েম। আছে একটি ফেসবুক পেজও। যেখান থেকে প্রতিনিয়তই পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য কল পান সায়েম।
পুরাতন আসবাবপত্র মেরামত ও রং করার কাজের জন্য এই দোকানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আরও অন্তত ১৫জন শ্রমিকের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো কম দামে ভালো মানের পুরাতন আসবাবপত্র কিনতে প্রতিনিয়ত ভিড় করছেন এই দোকানে। তারা জানান, সাধ ও সাধ্যের মধ্যে সব পণ্যই পাওয়া যায় এখানে।
উচ্চ মাধ্যমিক পাস করার পর বাবাকে হারান সায়েম। অভাবের সংসারে পড়ে আর পড়াশোনা হয়ে ওঠেনি তার। ২০০০ সাল থেকে স্বল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন ব্যতিক্রমধর্মী এই দোকান।
এইউ