সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর। ১৭৮১ সালে জেলায় উন্নীত হওয়ার পর যশোরে সর্বপ্রথম আধুনিক প্রশাসনিক ব্যবস্থা চালু হয়। ১৮০১ সালে যশোর কালেক্টরের নিজস্ব ভবন তৈরি হয়। ৮৪ বছর ধরে জেলা ম্যাজিস্ট্রেটের সব কাজ ওই ভবন থেকেই পরিচালিত হয়েছে।
কাজের পরিধি বাড়ায় ১৮৮৫ সালে যশোর কালেক্টরেট নতুন ভবনে স্থানান্তরিত হয়। এর কিছুদিন পর থেকে প্রায় ১০০ বছর পুরোনো ভবনটি জেলা রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত হয়। ২০০০ সালের ৩ অক্টোবর জেলা রেজিস্ট্রি অফিস যায় নতুন ভবনে। সেই থেকে এই ঐতিহাসিক ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
ঐতিহ্যবাহী এই ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছে যশোরবাসী। ভবনটি রক্ষা করা গেলে যশোর তার ঐতিহ্য ধরে রাখতে পারবে বলে মনে করেন অনেকে। শুধু এই পুরোনো কালেক্টর ভবনটি না এর পাশাপাশি জজকোর্ট ভবন, জেলা পরিষদ ভবন, পৌরসভার জলকল ভবন ও পুলিশ সুপারের ভবন রক্ষার দাবিও জানিয়েছেন জেলার নাগরিক সমাজ।
যশোর পৌরসভার ঐতিহ্যবাহী জলকল ভবন সংস্কার করে জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের সামনে পৌরসভার ইতিহাস তুলে ধরা হবে বলে জানান পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
এদিকে জেলার ঐতিহ্যের শেকড় রক্ষায় নাগরিক সমাজের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোরের ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা যশোরবাসীর।
এইউ