সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিয়মিত ছাত্র থাকাকালে মাধ্যমিকে হয়েছিলেন অকৃতকার্য, ইউপি সদস্য পদে নির্বাচন করেও হন অকৃতকার্য। তাই কৃতকার্যটাই ছিল তার কাছে অনেক বড় স্বপ্নের সমান। আর সেই স্বপ্ন পূরণ করেছেন মৎস্যচাষি আনারুল। তবে তিনি একা নন তার সঙ্গে নাতনি, পুতনি ও ছোট মেয়েও এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন। আর এ খবরে সাড়া পড়েছে এলাকাজুড়ে।
আনারুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নে। নিজে অকৃতকার্য হয়েছিলেন তবে হাল ছাড়েননি। ছোট মেয়ের আগে দুই মেয়েকেও এসএসসি পাস না করিয়ে বিয়ে দেননি আনারুল। শেষ সময়ে তাই তিন প্রজন্মকে সঙ্গে নিয়ে ব্রত করেন এবার এসএসসি পাস করতেই হবে। যেই কথা সেই কাজ।
এই কাজে আনারুল তার স্ত্রীকে পাশে পান। তিন প্রজন্ম একসঙ্গে এসএসসি পাস করায় খুশি পরিবারের সবাই। যে আনারুল ছিলেন গুরুত্বহীন সেই তাকে দেখতেই এখন চেয়ারম্যান-মেম্বররাও বাড়িতে আসছেন। সবার ভালবাসার পাত্র হয়ে উঠেছে পুরো পরিবার। তিন প্রজন্মের একসঙ্গে এসএসসি পাসের ব্যতিক্রমী খবরে প্রশংসায় ভাসছে তারা।
তিন প্রজন্ম মিলে একসঙ্গে এসএসসি পাস করার পর প্রতিদিন এ পরিবারকে দেখতে আসছে শত শত মানুষ। মিষ্টি খাইয়ে অভিনন্দন জানাচ্ছেন তাদেরকে। আর তাদের এসএসসি পাসের বিষয়টি এলাকার মানুষের কাছে শুধু কৌতূহলের নয় অধ্যবসায়েরও দৃষ্টান্ত হয়ে থাকবে।
এইউ