সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রবাদে আছে শিয়ালের কাছে মুরগি পোষানি দিতে নেই। তবে সেই প্রবাদই এখন মিথ্যা বলে মনে হচ্ছে। কারণ শিয়াল আর মুরগি একসঙ্গে থাকছে, খাচ্ছে। শুধু মুরগি কেন বন্যপ্রাণীটি হাঁস ও ছাগলের সঙ্গেও থাকে। আজব এই ঘটনাটির দেখা মিলবে নেত্রকোণার কান্দা উপজেলার নয়নকান্দি গ্রামে।
বন্যপ্রাণী শিয়ালকে পোষ মানিয়েছেন নয়নকান্দি গ্রামের আজিজুল হক-সুমা দম্পতি। দেড় বছর আগে পাশের ইউনিয়নে এক কাজে যান আজিজুল। সেখানে একটি জঙ্গল থেকে খাবারের সন্ধানে তিনটি শিয়ালের ছানা বের হয়ে আসে। পরে ছানাগুলোকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যেতে চান স্থানীয়রা। তাদের কাছ থেকে আজিজুল হক একটি ছানা চেয়ে আনেন। বাড়িতে আনার পর তার স্ত্রী কিছুটা গালমন্দ করলেও পরে বেশ আদর-যত্ন করতে থাকেন। বর্তমানে শিয়ালটির বয়স প্রায় ১ বছর ৯ মাস। তারা শিয়ালটিকে ‘লালু’ নামে ডাকেন।
স্থানীয় লোকজনের কাছে আজিজুল হকের বাড়িটি বর্তমানে ‘শিয়াল বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে। হাঁস-মুরগি ও শিয়ালের একসঙ্গে বাস দেখতে ভিড় জমায় আশেপাশের লোকসহ দর্শনার্থীরা।
সকালে শিয়াল, ছাগল, হাঁস, মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর সেগুলো বাড়ির পাশে একটি টিলায় চলে যায়। দিন শেষে সন্ধ্যার আগেই শিয়ালটি আবার বাড়িতে চলে আসে। প্রতিবেশী ও অন্যান্য পশুপাখিকে কামড়ানো বা কোনো ধরনের ক্ষতি করে না। তবে প্রাণিসম্পদ বিভাগ বলছে, বন্যপ্রাণী লালন-পালনে বনবিভাগের আইন মেনে পালতে হবে। আর শিয়ালটিকে নিয়মিত দিতে হবে টিকা।