দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাবারের খোঁজে ভারত থেকে হাজার হাজার বানর বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে নষ্ট করছে কৃষকের ক্ষেত ও ফলের বাগান এবং ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছে সীমান্তের কৃষকসহ সাধারণ মানুষ।
বিগত এক মাস ধরেই ফেনীর ফুলগাজী ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা, ফকিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়ার ভারত সীমান্তবর্তী এলাকায় প্রতিদিনই বানর দলবেঁধে হানা দিচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ভারতের অন্য রাজ্যে বানরের উৎপাত বেড়ে যাওয়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কয়েক হাজার বানর এনে ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে। হানা দিচ্ছে ফসলের ক্ষেত ও ফলের বাগানে। প্রতিদিন বানরগুলো দুই থেকে তিনটি দলে বিভক্ত হয়ে দিনে দুবার সময় করে হানা দেয় কৃষকের আম, কাঁঠাল, সবজির বাগানসহ শস্যক্ষেতে। ফলে এসব এলাকার প্রান্তিক কৃষকরা বানরের হাত থেকে রক্ষা করতে পারছে না আলু, বেগুন, বরবটি, সিমসহ বিভিন্ন সবজির ক্ষেত। বাড়িতে ঢুকে খেয়ে ফেলছে রান্না করা খাবার। সীমান্তবর্তী এলাকার এ প্রান্তিক কৃষকরা বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন বিভাগের সহযোগিতা কামনা করেছে।
স্থানীয় কৃষকরা জানায়, ঝাঁকে ঝাঁকে বানর এসে ফসলের জমিসহ বিভিন্ন সবজির বাগান নষ্ট করছে। বানরগুলোকে তাড়ালেও যেতে চায় না। ফসল রক্ষায় দিনের বেশিরভাগ সময় আমাদের মাঠে পালাক্রমে পাহারা দিতে হচ্ছে।
বানরের ঝাঁক ফল বাগানে এসে পড়ে মুহূর্তে কাঁচা-পাকা ফল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হবে। বন বিভাগ দ্রুত কোনো উদ্যোগ নিলে বানরের উৎপাত ও ক্ষয়ক্ষতি কিছুটা থেকে রক্ষা পাবে কৃষকরা।
মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন জানান, ভারত থেকে দলবেঁধে এসে বানর ফল ও ফসল নষ্ট করায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ফসল রক্ষায় বানর তাড়ানোর জন্য বন বিভাগের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হলে কৃষি কাজ বন্ধ করে দেবে কৃষকরা।
এ ব্যাপারে সামাজিক বন বিভাগ ফেনীর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, বনাঞ্চলে খাবার সংকটের কারণে মূলত বানরগুলো লোকালয়ে নেমে এসেছে। আগুন জ্বালিয়ে ধোঁয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বানরগুলোকে তাড়াতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় বন বিভাগের লোকজন পাঠানো হবে। এ মুহূর্তে এর বিকল্প কিছু করার নেই।
এইউ