সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পশুপাখি অনেক কিছুই আগে থেকে টের পায়। অনেকের বিশ্বাস, বড় ধরনের ভূমিকম্পের আগে পশুপাখি বিষয়টি বুঝতে পারে। এজন্য বড় কোনো বিপর্যয়ের আগে পশুপাখির মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়। কিন্তু পশুপাখি কী সত্যিই ভূমিকম্পের আভাস দিতে পারে বা বুঝতে পারে?
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বড় ধরনের কোনো ভূমিকম্পের আগে প্রাণিদের মধ্যে অস্বাভাবিক আচরণের প্রথম নথিভুক্ত সময় হচ্ছে ৩৭৩ খ্রিস্টপূর্বাব্দে। ওই সময়ে একটি ধ্বংসাত্মক ভূমিকম্পের কয়েক দিন আগে ইঁদুর, বেজি জাতীয় প্রাণি, সাপ এবং সেন্টিপিডস তাদের বাড়িঘর ছেড়ে নিরাপত্তার অন্যত্র আশ্রয় নিয়েছিল।
ভূমিকম্পের কয়েক সপ্তাহ থেকে কয়েক সেকেন্ড আগে কোথাও প্রাণি, মাছ, পাখি, সরীসৃপ এবং কীটপতঙ্গের ক্ষেত্রে অদ্ভুত আচরণ প্রদর্শন করার আশ্চর্যজনক প্রমাণ রয়েছে। যাইহোক, সিসমিক ইভেন্টের আগে সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য আচরণ এবং এটি কীভাবে কাজ করতে পারে তা ব্যাখ্যা করার প্রক্রিয়া এখনও আমাদের ভাবায়। এই রহস্য ভেদ করতে চীন বা জাপানের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।
কয়েক দশক আগে চীনে ছোট ছোট ভূমিকম্প এবং প্রাণিদের অস্বাভাবিক আচরণ দেখে একটি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, অনেকেই বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নেয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। কিন্তু বড় মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে এ ধরনের সিসমিক অ্যাক্টিভিটি খুব একটা অনুসরণ করা হয় না। আর বেশির ভাগ ভূমিকম্পের ক্ষেত্রে কোনো প্রিকারসর বা অগ্রিম ঘটনা পরম্পরা থাকে না। তাই পরের দফায় হঠাৎ করেই কোনো প্রিকারসার না থাকায় চীনে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।
এজন্য ইউএসজিএস স্বল্প মেয়াদে পূর্বাভাস দেওয়ার পরিবর্তে ভূমিকম্পের দীর্ঘ মেয়াদে ক্ষয়ক্ষতি কমাতে অবকাঠামোগত উন্নত করার ব্যাপারে সহায়তা করে থাকে। যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
এইউ