সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আর অল্প কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে ভাঙ্গা-মাওয়া-ঢাকা রেলওয়ে। বহুল কাঙ্খিত পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কর্মরত রয়েছে চায়না ও বাঙালি কর্মকর্তা ও শ্রমিকরা।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে চাইনিজ ও বাঙালিদের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধুত্ব স্বরণীয় করে রাখতে এই প্রকল্পে কর্মরত চাইনিজ ও বাঙালি কর্মকর্তাদের নিয়ে মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল ম্যাচ দেখতে ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে হাজারো দর্শক ভিড় জমায়। খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকরা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে সিআরইসি (ডিভিশন-৩)। সিএসসি (মাওয়া-ভাঙ্গা) সেকশনের সহযোগিতায় ফুটবল ম্যাচে সিআরইসি ডিভিশন-৩ (চাইনিজ) ও সিএসসি সেকশন (বাঙালি) দুটি দল অংশগ্রহণ করে। খেলায় ৩-২ গোলে সিএসসি সেকশন (বাঙালি) টিম বিজয়ী হয়।
পরে বিজয়ীদের ও এই ইভেন্টের সহযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরইসি প্রকল্প পরিচালক শি ইয়ান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকল্প পরিচালক আফজাল হোসেন, মাওয়া-ভাঙ্গা রেলওয়ের প্রকল্পের ব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত।
জেবি