সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শম্পা ইয়াসমিন। পুলিশের একজন চৌকস কর্মকর্তা। সততা, দক্ষতা, যোগ্যতা এবং সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এলিট ফোর্স র্যাব, নৌ-পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবি)। সম্প্রতি তিনি যোগদান করেছেন খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে। এ পদে তিনি খুলনায় সিআইডি’র প্রথম নারী বিশেষ পুলিশ সুপার।
নারায়ণগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম এবং বেড়ে ওঠা। বাংলাদেশ পুলিশের একজন দক্ষ এবং মেধাবী কর্মকর্তা হিসেবে সরকারি চ্যালেঞ্জিং এবং দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাধ এবং ফৌজদারি বিচার’ বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে টেরোরিজম অ্যান্ড সিকিউরিটি বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
শম্পা ইয়াসমীন ২৪তম বিসিএস (পুলিশ) এর একজন দক্ষ ক্যাডার। ২০০৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এলিট ফোর্স র্যাব-৫ এবং ১০ এর অপারেশন অফিসার এবং ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হিসেবে সততা, দক্ষতা, যোগ্যতা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই নারায়ণগঞ্জে পিআইবি প্রতিষ্ঠিত হয়। পিআইবি’র নারায়ণগঞ্জ জেলার ইনচার্জ হিসেবে দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে ৩ বছর দায়িত্ব পালন করেছেন। খুলনায় সিআইডি’র বিশেষ পুলিশ হিসেবে যোগদানের পূর্বে তিনি সিলেট অঞ্চলের নৌবাহিনীর পুলিশ সুপার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
খুলনায় সিআইডি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি বলেন, সিআইডি প্রধান অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আলী মিয়ার (বিপিএম,পিপিএম) নির্দেশনা মোতাবেক খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডি’র সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।
তিনি বলেন, অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অত্যন্ত স্পর্শকাতর, পুলিশের একটি বিশেষ রাষ্ট্রীয় আস্থাশীল শাখা। যারা সন্ত্রাসবাদ, খুন, ডাকাতি, ধর্ষণ, সংঘবদ্ধ অপরাধ, মানবপাচারসহ চাঞ্চল্যকর স্পর্শকাতর অপরাধের বিষয়ে তদন্ত করে দ্রুত ও সুষ্ঠুভাবে অপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনতে সহায়তা করে থাকেন। এছাড়া বিভিন্ন অপরাধের ফরেনসিক সাহায্য দিয়ে থাকে।
শম্পা ইয়াসমিন বলেন, এমন একটি জায়গায় থেকে আমাদের প্রত্যেককে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতায় বর্তমান কর্মস্থলে নিজের শ্রম, মেধা, অভিজ্ঞতা এবং দক্ষতার সর্বোচ্চটা দিয়ে দেশের জনগণকে সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এইউ