দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই শারদিয়া দূর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণরূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। তাইতো প্রতিমা তৈরিতে প্রায় সব প্রতিমালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কিছু মণ্ডপে চলছে খড়ের কাজ আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ।
আগামী ২০ অক্টোবর শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এরই মধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমন বার্তা। ১৪ অক্টোবর মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শোনার অপেক্ষায় ভক্তকূল। সকালে শিউলি কুড়ানোর সময়টায় মাতৃবন্দনায় মিলিত হবেন সনাতন ধর্মাবলম্বীরা।
তাই দূর্গাপূজা উপলক্ষে দক্ষ কারিগররা দিন-রাত কাজ করেই চলেছেন। তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে প্রতিটি প্রতিমা। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি মণ্ডপেই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। প্রতিমা গড়ার কারিগররা খড় আর কাদামাটির মিশ্রণে দুর্গার পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন একাগ্রচিত্তে। মন্দিরে মন্দিরে ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের প্রতিমা গড়তে। ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে শহর ও গ্রামের সব প্রতিমালয়ে।
উৎসবের পূর্ণতা পায় যাদের হাতে, সেসব প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন কিছু মণ্ডপে চলছে খড়ের কাজ, আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ।
একেক জন ভাস্কর ৪-৮টি স্থানে প্রতিমা তৈরির কাজ করছেন। তবে চাহিদার তুলনায় মজুরি কম হলেও বাপ-দাদার আদি পেশা টিকিয়ে রাখতেই কাজ করছেন বলে জানান শিল্পীরা। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা গড়তে হবে। তাই দম ফেলার ফুরসত নেই তাদের। পূজার ১০ দিন আগে থেকে রঙের কাজ শুরু করবেন তারা। পূজার আগে সব প্রতিমার কাজ শেষ করবেন বলে জানালেন শিল্পীরা।
প্রতিমাশিল্পী রাজিব সেন বলেন, এ বছর আমি নড়াইল ও গোপালগঞ্জে ৬টি প্রতিমা গড়ার কাজ হাতে নিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জ শহরে ৩টি প্রতিমা গড়ছি। এখন কিছু মণ্ডপে চলছে খড়ের কাজ আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ। পূজার ১০ দিন আগে থেকে রঙের কাজ শুরু হবে। পূজা শুরুর ৩-৪ দিন আগেই প্রতিমা তৈরির সব কাজ শেষ হবে। গোপালগঞ্জ শহরের মডেল স্কুল রোডের নিউ মডেল সংঘের আয়োজক তুষার কান্তি বিশ্বাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ জেলায় সব ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতায় এ বছরও আড়ম্বরে এ দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ বছরও ব্যাপক ধুমধামের সঙ্গে দুর্গোৎসব পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি অসিত কুমার মল্লিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ জেলায় সব ধর্ম-বর্ণের সহযোগিতায় এ বছরও ব্যাপক আড়ম্বরের সঙ্গে দুর্গোৎসব পালন করা হবে। জেলায় এ বছর ১২ শতাধিক মন্দিরে দূর্গাপূজা হবে। অত্যন্ত আনন্দ মুখরভাবে সব ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে সুন্দরভাবে এ পূজা উদযাপন করা হবে।
এইউ