সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অসময়ে মাছের ঘেরের পাড়ে তরমুজ চাষে লাভবান হচ্ছেন চাষি অরুপ বিশ্বাস। মাছের ঘেরের পাড়ে বাঁশ ও নেট দিয়ে তৈরি করা হয়েছে মাচা। আর তাতে ঝুলছে সারি সারি বিভিন্ন রঙের তরমুজ। গাছ ও ফলের পরিচর্যা করছেন চাষি অরুপ বিশ্বাস।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রাম। এ গ্রামের চাষি অরুপ বিশ্বাস এ বছর দ্বিতীয় বারের মতো চাষ করেছেন এ তরমুজ। গত বছর স্বল্প পরিসরে আবাদ করলেও এ বছর বড় বড় তিনটি ঘেরের পাড়ে জেব্রা কিং, কালো মানিক ও রঙ্গিলা জাতের তরমুজের চাষ করেছেন তিনি।
এসব জাতের তরমুজ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। বিশেষ করে তৃপ্তি জাতের তরমুজ বেশি সুস্বাদু। এই তরমুজ চাষে একর প্রতি খরচ হয় মাত্র ১৫-২০ হাজার টাকা। কিন্তু বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকা। বাজার দরও বেশ চড়া থাকায় কৃষকও খুশি।
স্থানীয় কৃষক অমিত বিশ্বাস বলেন, আমি অরুপের তরমুজের ক্ষেত দেখার জন্য এসেছি। আমিও এ তরমুজ চাষ করতে আগ্রহী।
সুজন দাস বলেন, অরুপ দাদা এ চাষে বেশ লাভবান হচ্ছেন। আমরাও তার কাছ থেকে পরামর্শ নিয়ে তরমুজ চাষ করব।
তরমুজ চাষি অরুপ বিশ্বাস বলেন, জুনের মাঝামাঝি সময়ে বীজ রোপণ করে সেপ্টেম্বরে তরমুজ বিক্রি শুরু করেছি। ইতোমধ্যে ২০০ টাকা দরে ৫০০ তরমুজ বিক্রি করেছি। উৎপাদন খরচ উঠিয়ে প্রায় তিন লাখ টাকা লাভ হবে বলে আশা করছি।’
স্বল্প ব্যয় ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এ তরমুজের আবাদ করবেন তিনি। অরুপের দেখাদেখি এ অঞ্চলের আরও অনেক কৃষক এই তরমুজের আবাদ করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামান বলেন, ঘেরের পাড়ের অব্যবহৃত জমিতে সুস্বাদু, সুমিষ্ট এবং পুষ্টিকর অসময়ের তরমুজ চাষ করাতে একদিকে অল্প সময়ে ফল আহরণ করা যায়, অন্যদিকে স্বল্প ব্যয়ে অন্যান্য ফসলের তুলনায় বেশি অর্থ আয় করা সম্ভব। এলাকার বেকার তরুণরা অসময়ে তরমুজ চাষ করে ভালো লাভবান হতে পারবেন। তারা চাইলে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় অফসিজিনাল তরমুজের আবাদ দিন দিন বাড়ছে। জেলায় ১৫ হেক্টর জমিতে বিভিন্ন রঙের তরমুজের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
জেবি