সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরে আগামী বছর থেকে চলাফেরা আরও সহজতর হবে। ২০২৪ সাল থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আর পাসপোর্ট থাকবে না। অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করবে। এতে করে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই ওই বিমানবন্দর ছাড়তে পারবে। এজন্য কেবল ওই যাত্রীর বায়োমেট্রিক ডাটা ব্যবহার করা হবে। খবর সিএনএন’র।
দেশটির যোগাযোগমন্ত্রী জোসেফাইন টিও সোমবার সংসদ অধিবেশনে বলেন, সিঙ্গাপুর বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে যারা স্বয়ংক্রিয়, পাসপোর্টমুক্ত অভিবাসন ছাড়পত্র প্রবর্তন করবে। এদিন দেশটির অভিবাসন আইনে বেশ কয়েকটি পরিবর্তন এনে সেটি পাস করা হয়।
চাঙ্গি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপয়েন্টের স্বয়ংক্রিয় লেনগুলোতে স্বল্প পরিসরে বায়োমেট্রিক প্রযুক্তি, চেহারা শনাক্তকরণের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। কিন্তু টিও বলছেন, আসন্ন পরিবর্তনগুলো যাত্রীদের বারবার টাচ পয়েন্টে তাদের ভ্রমণ নথিগুলো প্রদর্শনের প্রয়োজনীয়তা হ্রাস করবে এবং আরও নির্বিঘ্ন এবং সুবিধাজনক প্রক্রিয়াকরণের অনুমতি দেবে।
বায়োমেট্রিক্স একটি ‘শনাক্তকরণের একক টোকেন’ হিসেবে ব্যবহৃত হবে। এগুলো বিভিন্ন স্বয়ংক্রিয় টাচ পয়েন্ট যেমন- ব্যাগ ড্রপ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বোর্ডিং এরিয়ায় থাকবে। এর ফলে বোর্ডিং পাস এবং পাসপোর্টের মতো ডকুমেন্ট নিয়ে ভ্রমণের প্রয়োজন পড়বে না।
এইউ