সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদির সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। সামাজিকমাধ্যমে সে কথা জানালেন নিজেই।
অনেকদিন ধরেই পিজ্জাবার্গ নামক একটি খাবারের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মুক্তাদির। প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পর্ক অনেকটা পারিবারিক।
সম্প্রতি রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির একটি শাখা খোলা হয়েছে। সেখানে হাফপ্যান্ট পরেই হাজির হয়েছিলেন তিনি। আর এ কারণেই শাস্তি হিসেবে তাকে দিয়ে প্লেট ধোয়ালেন প্রতিষ্ঠানটির বিপণন প্রধান।
ঘটনার বর্ণনায় সালমান মুক্তাদির বলেন, আগে থেকেই ঘোষণা দেওয়ার কারণে লোকেরা এসে জিজ্ঞেস করছিল, সালমান মুক্তাদির আসে নাই? তিনি কি আসবেন? জবাবে প্রতিষ্ঠানটির বিপণন প্রধান মীর মেহেদি বলেন, সালমান মুক্তাদির আসবে বলে আসে নাই, ফোনও ধরে নাই।
আসলে ঘটনা ছিল ভিন্ন। সঠিক সময়েই তিনি সেখানে হাজির হয়েছিলেন। তবে বিপত্তি বাধে তার পোশাকে।
সালমান বলেন, আমি সঠিক সময়েই হাজির হয়েছিলাম। মীর ভাই মিথ্যা বলেছেন ক্রেতাদের। আসলে আমি সেদিন হাফপ্যান্ট পরে সেখানে যাই। এ কারণে আমাকে দিয়ে রান্নাঘরের সমস্ত প্লেট ধোয়ানো হয়। ক্রেতা বেশি হওয়ায় প্লেট ধুতে দেরি হয়ে যায়। বেরিয়ে দেখি দোকান বন্ধ।
অবশ্য পুরো ঘটনাটি যে ছিল মজার ছলে, সেটা তার পোস্টের শেষের কয়েকটি লাইনে স্পষ্ট হয়। যেখানে তিনি জানান, তার জন্য একটি পিজ্জাও রাখেনি। প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধে প্রতিষ্ঠানটি সব ক্রেতাকে পাঁচ শতাংশ মূল্যছাড় দেওয়ার দাবিও তোলেন তিনি।
জেডএ