সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি নেতা ও সাবেক এমপি গোলাম মাওলা রনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছবি না তোলার ব্যর্থতা আমারে দাবায়ে রাখতে পারেনি। এজন্য পরিবারের সঙ্গে ছবি তুলে প্রতিশোধ নিলাম’।
সোমবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিবারের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এতে রনি লেখেন, ‘আমার বীরত্বে মুগ্ধ হয়ে প্রিয় কন্যা নন্দিতার বদনে খুশির হাসি ফুটল। সবার মধ্যখানে বসে আমার জীবন সঙ্গিনীও ফিক করে হেসে দিলেন। আর নন্দিতার শাশুড়ি আম্মা হাসবেন নাকি হাসবেন না এমন সিদ্ধান্তে নেওয়ার আগেই ছবিটি তোলা হয়ে গেল’।
তার এ পোস্টে অনেকেই ভালো মন্তব্য করে লাইক দিয়েছেন। আবার কিছু কিছু লোক এ মন্তব্যকে নিয়ে সমালোচনা করে তাকে নিম্ন পর্যায়ের মানুষ বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গোলাম মাওলা রনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬-শে নভেম্বরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।
আরএ