সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ কবির। ভ্রমণ করেন দেশ বিদেশ। ভ্রমণ করতে গিয়ে বিমানের টিকিট নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা শেয়ার করেছেন।
আসিফ কবির তার ফেসবুক পেজে বিমানের টিকেটের দাম নিয়ে একটি লেখা পোস্ট করেছেন। পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো- শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এরমধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪১০০ টাকা। মালয়েশিয়া গেলাম, টিকেটের দাম পঁচাত্তর হাজার টাকা ( ওয়ান ওয়ে)। স্পেন গেলাম, টিকেটের দাম নিল এক লাখ নব্বই হাজার টাকা। বেগম গেল কানাডা, টিকেটের দাম দুই লাখ ষাট হাজার টাকা। অদৃশ্য কারণে আনুপাতিক হারে হেভী ট্যাক্স তো প্রযোজ্যই।
বন্ধু মুন্না বলল- স্পেন থেকে রিটার্ন টিকেট কাটলে এটার দাম হতো অন্তত ৪০% কম। বন্ধু সুমিত অষ্ট্রেলিয়া থেকে সিডনি- ঢাকা- সিডনীর রিটার্ন টিকেট কেটেছে মাত্র সত্তর হাজার টাকায়। বাংলাদেশ থেকে কাটলে গুনতে হতো পৌনে দুই লাখ টাকা। পাশের দেশ ইন্ডিয়া থেকে এসব দেশের বিমান ভাড়া অর্ধেকেরও কম। একজন অষ্ট্রেলিয় পাসপোর্ট হোল্ডার ট্রানজিটে কলকাতা থেকে মালয়েশিয়ার টিকেট কিনেছেন দুইশো ডলারে, যেটা বাংলাদেশ থেকে পাঁচশ ডলারের উপরে। বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া যায় না, অথচ বিমানে উঠলে দেখা যায় প্রায় খালিই যাচ্ছে প্লেন।
দেশের এক কোটি ত্রিশ লাখ প্রবাসী এই হরিলুট থেকে বাঁচতে অন্য দেশের এয়ারলাইন্সে ভ্রমণ করে, সেখানে দূর্বিষহ লম্বা ট্রানজিট কষ্টও সহ্য করে, নিজের চোখে দেখা। এপ্রিল মাস থেকে ভ্রমণ করে এই অভিজ্ঞতা হয়েছে আমার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অদৃশ্য শক্তি এবং শক্তিশালী রাহুচক্রের ইশারায় আকাশপথেই লুট হয়ে যাচ্ছে বিলিয়ন ডলার। পত্রিকা দেখলেই পাওয়া যায় বাংলাদেশে কোটিপতি বাড়ছে জ্যামিতিক হারে। ব্যাংক হিসাবে গত তিনমাসে কোটিপতি হয়েছে তিনহাজার লোক। আমার হিসাবে জেলে আটক থাকা চোর ডাকাতগুলো চুনোপুটি মাত্র। আসল লুটেরা ডাকাত আর চাটার দল রয়ে গেছে জেলের বাইরে, ভিআইপি মর্যাদায়। তারাই দেশকে লুটেপুটে খাচ্ছে খুল্লামখুল্লা, শেষ পর্যন্ত জিম্মি দেশের সাধারণ মানুষই। ক্ষমতার জন্য আন্দোলন আর ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টার মাঝখানে চিড়েচ্যাপ্টা দেশের মানুষ! অবাক পৃথিবী তাকিয়ে রয় … ভালবাসা অবিরাম…
এফএইচ