সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। অভিষেক ম্যাচেই করেন বাজিমাত। কিন্তু তার পুরোনো একটি ফেসবুক পোস্ট ঘিরে অনলাইন-অফলাইনে চলছে সমালোচনার ঝড়।
পুরোনো ওই ফেসবুক পোস্ট সামনে আসার পর রোষানলে পড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার সাকিব। শেষ পর্যন্ত তাকে ক্ষমাও চাইতে হয়।
তবে এবার সাকিবের সমর্থনে এগিয়ে এলেন জাতীয় দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। দারুণ ফর্মে থাকা মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) একটি পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
মিরাজ আরও লেখেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
এইউ