সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইয়েমেনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল–কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ১৮ মাস পর মঙ্গলবার (৮ আগস্ট) তাকে উদ্ধার করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ইয়েমেনে অপহৃত হওয়া সুফিউল আনামকে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া সুফিউল আনামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখানে তার প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে।
উদ্ধারের পর সুফিউল আনাম উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে ভিডিও চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সুফিউল আনাম বলেন, আমি একটু আগে শরীর চেকআপ করেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এনএসআইকে ধন্যবাদ জানাই। তারা আমার উদ্ধারের জন্য সবকিছু করেছেন। আমি কোনোপ্রকার কাগজপত্র বা ডকুমেন্টহীন একজন মানুষ, আমার জন্য তারা এমন কিছু নেই যা করেননি। আমি বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ।
সুফিউল ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন। গত বছর ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কাজ করার সময় তিনি অপহৃত হন। ওই দিন জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে এডেনে ফিরছিলেন সুফিউল আনামসহ জাতিসংঘের আরও পাঁচ কর্মী। সে সময় ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল–কায়েদার সদস্যরা তাঁকে অপহরণ করে।
জেডএ