সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আরব আমিরাতে ৫০ লাখ টাকার গাড়ি জিতেছেন বাংলাদেশি প্রবাসী মিন্টু চন্দ্র বারী। মাত্র ১৫০ দিরহাম দিয়ে বিগ টিকিটের ‘ড্রিম কার’ লটারির টিকিট কিনেছিলেন তিনি। শুক্রবার (৪ আগস্ট) এ খবর দিয়েছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটি জানায়, বিগ টিকেট র্যাফেল ড্রতে ৫০ লাখ টাকার ব্র্যান্ড নিউ র্যাংলার জিপ গাড়ি জিতেছেন মিন্টু চন্দ্র বারী। ২০০৯ সাল থেকে মধ্যপ্রাচ্যে রয়েছেন তিনি। কাজ করেন আবুধাবিতে একটি স্যালুনে। থাকেন আল-আইনের ‘গার্ডেন সিটিতে’।
লটারিতে কার বিজয়ী মিন্টু চন্দ্র খালিজ টাইমসকে জানান, বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি গাড়ি জিতেছেন। তার ভাইয়ের কাছ থেকে প্রথমে জানতে পারেন। এরপর বিগ টিকিটের ওয়েবসাইটে গিয়ে তার কয়েকজন বন্ধু বিষয়টি নিশ্চিত করে।
মিন্টু চন্দ্র এবারই প্রথমবার লটারির টিকেট কিনেছেন এমনটি নয়। নিজের ভাগ্য পরীক্ষার জন্য গত ৮-৯ বছর ধরে নিয়মিত টিকেট কিনেছেন তিনি।
মিন্টু জানিয়েছেন, আল-আইন আন্তর্জাতিক বিমানবন্দরে বিগ টিকিটের দোকান থেকে এই ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।
এই প্রবাসী জানিয়েছেন গাড়ি জেতার খবরে তার ছেলে-মেয়ে ও স্ত্রী বেশ খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমার স্ত্রী, দুই সন্তান ও আমার জন্য জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমার গাড়ি জেতার খবরে তারা বেশ খুশি হয়েছে।’
মিন্টু জানিয়েছেন, এখন তার ইচ্ছা হলো আমিরাতে নিজের একটি স্যালুন খোলা এবং পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসা।
আরব আমিরাতে র্যাংলার জিপ গাড়ির মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান।