সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে সাংবাদিকদের তারা জানান, সন্ধ্যার পর থেকে ১৫ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে এ খবর পেয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন।
রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে চারপাশে দেখতে পাচ্ছি।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, সন্ধ্যায় কার্যালয়ে বেশকিছু নেতাকর্মী আটকে ছিলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের কি আর কোনো কাজ নেই। সব সময় আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে থাকেন কেন। রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করতে পারেন না।
আরএ