সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) প্রেস ক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট এ দাবি জানায়।
সংগঠনটির প্রধান সম্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, এই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিলিং করে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে ছিলেন। তাকে বলা হলো, চেকআপ করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ হাসপাতালে নেওয়া হলো, সেখান থেকে রেফার করা হয়েছে পিজি হাসপাতালে। তিনি যখন পিজি হাসপাতালে গাড়ি থেকে নেমেছেন, তখন তার মুখে হাসি ছিল।
এসময় সাইদুর রহমান দাবি করেন, সাঈদী অসুস্থ ছিলেন না। তারপর তাকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হলো। তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যকে। তার নার্স ভিডিও প্রকাশ করেছে, কীভাবে সাঈদীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, পিলখানা, নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও দেলাওয়ার হোসাইন সাঈদী, শাপলা চত্বরে হাজার হাজার আলেম হত্যাসহ সব হত্যার বিচার এই দেশের মাটিতে হবে। এই বিচার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। শেখ হাসিনা আপনি রাষ্ট্রীয়ভাবে আপনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এর দায়ভার আপনাকে বহন করতে হবে।
এফএইচ