দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতকে তার নিজের ঘর সামলানো আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর ভারতকে উদ্দেশ করে বলেন, ‘নিজের ঘর সামলান, পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারও মাতবরি টিকে না, হাসিনার টিকে থাকার জন্য।’
তিনি আরও বলেন, ভারত ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। চ্যালেঞ্জ, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এটা বাস্তবায়ন করতে দেবে না।
এসময় গয়েশ্বর বলেন, আজকে কোন দেশ কি বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।
এফএইচ