সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ সংঘাত খুব কম, সুতরাং এখানে সামরিক শাসকের উত্থান হবে না।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভারতের দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসেছে বাংলাদেশে দুই দলের বিরোধী অবস্থানের কারণে সামরিক শাসকের উত্থান ঘটতে পারে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি বলতে পারি না। এগুলো আমি মনে করি না। গ্রাউন্ড রিয়েলিটি ইজ বিএনপি বড় মিটিং করে, শুনেছি ওরা টাকা দেয় তখন লোক আসে। কিন্তু আমাদের বৃহত্তর জনগণের কাছে যদি যান তারা আওয়ামী লীগকেই পছন্দ করে এবং আমরা শক্ত অবস্থানে আছি। সুতরাং শক্ত অবস্থানে থাকলে বিদেশি ষড়যন্ত্র কাজে লাগবে না।
মন্ত্রী বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না। সেসব দেশের ষড়যন্ত্র সাকসেসফুল হয় যেখানে অভ্যন্তরীণ সংঘাত থাকে বেশি। আমাদের দেশে অভ্যন্তরীণ সংঘাত খুব কম। সুতরাং এখানে সেটা হবে না। আর বিএনপিও চাইবে না যে দেশটা ধ্বংস হোক। কারণ দেশটা আমরা ধ্বংস করতে চাই না।
যেখানে এগুলো হয়েছে সেগুলো কিন্তু মানুষের জন্য অমঙ্গল ডেকে নিয়ে এসেছে। দেখেন আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সব জায়গায়ই অমঙ্গল। বিএনপিও সেটা চাইবে না। যদি গণতন্ত্রে বিশ্বাস করে তারা তাহলে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
জেডএ