সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জরুরি সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান নতুন কর্মসূচির ঘোষণা দেন।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ঢাকায় করতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে আগামী ২৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ করবে দলটি।
এছাড়া আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারাদেশে বাদ জুম’আ দোয়ার আয়োজন করেছে জামায়ত। এদিকে আজ (বুধবার) দুপুরে সাঈদীর গায়েবানা জানাজা করার কথা ছিল দলটির। কিন্তু পুলিশের আপত্তির কারণে তা বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নের উত্তর দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আ.হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমীর আবদুর রহমান মুসা,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, কামাল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সাঈদী মারা যান। এর পরদিন মঙ্গলবার (১৫ আগস্ট) তার মরদেহ পিরোজপুরে নেওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হয়।
এইউ