সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।
মির্জা ফখরুল খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।
এর আগে শুক্রবার রাতেও চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেদিন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। পরে বলেছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উদ্বিগ্ন। তারা উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গতকালও বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার দাবি জানান। তারা মনে করেন, খালেদা জিয়া এখন লিভারের যে জটিলতায় ভুগছেন, তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দিলে এ সমস্যা হতো না।
বর্তমানে ওই হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় মনিটর করছেন।
এর আগে ১০ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন। এর আগে গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময় পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।
আরএ