সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সরকার এবারও নির্বাচনী বৈতরণী পার হতে চায়। সে উদ্দেশ্যেই ডিসি-এসপি বদলি এবং তাদের পদোন্নতি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বন্যার পানির মতো মানুষ আসবে। জোয়ারের পানির মতো জনগণের উত্তাল তরঙ্গের ঢেউ সরকারকে পদত্যাগে বাধ্য করবে।
বিএনপি মহাসচিব বলেন, এবার অবশ্যই মানুষের ভোট দিতে হবে। সেজন্য সরকারের পতন ঘটাতেই হবে। এই যুদ্ধ বিএনপির নয় সকল মানুষের।
এখন জনগণ ও সমস্ত রাজনৈতিক দল এক হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যারা যুগপৎ আন্দোলন করছে, যারা করছে না- বাইরে আছে, তারাও বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ফখরুল বলেন, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে।
আরএ