সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।
জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নয়াপল্টনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন তারা। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেই।
দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
আরএ