সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ (সোমবার) সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশন শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হিসেবে কোনো দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, শর্ত হিসেবে এ বিষয়টি যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি যখনই সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে তখনই তাদের অনুমতি দেওয়া হয়েছে। যখনই কোনো অনুষ্ঠান বা সমাবেশ নিয়ে নেতিবাচক গোয়েন্দা তথ্য আমাদের কাছে আসে, তখন আমরা এসব বিষয় বিবেচনা করে অনুমতি দেই না।
বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ। সেজন্য খোলা চারটি ট্রাক একত্রিত করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অর্ধশতাধিক মাইকও টানানো হয়েছে।
জেডএ