সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (সোমবার) বিকেলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এজন্য জনসমাবেশের কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যোনে মঞ্চ নির্মাণ শুরু করা হয়। তবে সেই মঞ্চ নির্মাণ আপাতত বন্ধ রয়েছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, আদালতের দোহাই দিয়ে আপাতত মঞ্চ নির্মাণ বন্ধ করে দিয়েছে পুলিশ। মাইকও সেট করতে দেওয়া হচ্ছে না। যদিও এ বিষয়ে এখনও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ওই অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা ছাড়াও দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশের ডাক দেয় বিএনপি।