সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে একবার সাম্প্রদায়িক ইস্যুর ওপর ভর করে, একবার ট্রাম্প ইস্যুর ওপর ভর করে বিভিন্ন বেশে ফিরতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সিঙ্গাপুরের জন্য সুবিধা হয় বলে জানিয়েছে তারা।
তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনায় একটি নির্বাচিত সরকারের বিষয়ে সব কূটনীতিকরাই তাগিদ দিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হলেই তাকে বিদেশে নেওয়া হবে। আর বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে খুব বেশি সময় লাগবে না।
অ