সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের এমন উত্তাল পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী।
শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'সাধারণ ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন, অনুপ্রবেশকারীদের নজিরবিহীন তাণ্ডব, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জামায়াত-শিবির নিষিদ্ধসহ সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে এ কথা বলেন।
মিসবাহুর রহমান চৌধুরী বলেন, 'বৃহস্পতিবার (১ আগস্ট) সরকার জামায়াত-শিবির নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমি নিশ্চিতভাবে জানি, জামায়াত-শিবিরের চতুরতা সম্বন্ধে সরকারের কোনো ধারণা নেই।
তিনি আরও বলেন, 'জামায়াতের প্রকৃত রূপ দেশবাসীর সামনে স্পষ্ট করা না যায়, তবে এ নিষিদ্ধ কোনো কাজে আসবে না। সরকার আমাদের সঙ্গে কথা না রাখলেও আমরা সরকারের বিপদের মুহূর্তে পাশে ছিলাম। এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। তবে দুর্নীতি ও মন্ত্রীদের অনেকের অতিরিক্ত কথা, এমপিদের জমিদারির বিরুদ্ধে সোচ্চার থাকায় সরকারের ভেতরের অনেকেই আমাদের দূরে রাখতে চান। এতে আমরা দুঃখিত নই। আমাদের প্রিয় মাতৃভূমির জন্য যে কোনো ত্যাগস্বীকারে আমরা প্রস্তুত। এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন।
এ সময় তিনি সরকারের নিকট ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি, গ্রেপ্তার হওয়া প্রকৃত শিক্ষার্থীদের দ্রুত মুক্তি, নিহতদের পরিবারকে সর্বাত্মক আর্থিক সহযোগিতা, দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, জামায়াত-শিবির ও তাদের অঙ্গ সংগঠনগুলো যাতে দেশে আর কোনো নৈরাজ্যের পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
অ/এফএইচ
অ/এফএইচ