সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি, তলে তলে আপস হয়ে গেছে। অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে কিছুই হবে না’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তলে-তলে যাই হোক, দেশের সংকট তাতে কাটবে না। তাই, তলে তলে না খেলে প্রকাশ্যে খেলুন।
বুধবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে শাসমুজ্জামান দুদু বলেন, যিনি বাংলাদেশের অহংকার, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি নির্বাচনে কখনো পরাজিত হননি, তাকে তার পছন্দের জায়গায় চিকিৎসার সুযোগ দিন। হাজী সেলিম, মায়া সাহেবের থেকে নিশ্চয়ই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বড়, অনেক উঁচু দরের মানুষ। হাজী সেলিম, মায়া যদি বিদেশে চিকিৎসা পেতে পারেন, জামিন পেতে পারেন, তাহলে বেগম জিয়া কেন পাবেন না?
তিনি বলেন, সরকার নির্বাচনের তোড়জোর করছে। তলে তলে আড়ালে আবডালে যেসব জিনিস হয়, সেটি ষড়যন্ত্র। কিছুদিন আগে নিশিরাতের প্রধানমন্ত্রী বলেছেন, এমন কিছু আমরা ভারতকে দিয়েছি, ভারত কখনোই তা ভুলতে পারবে না। কী দিয়েছেন তিনি, সেটা বলেননি। যেহেতু বলেননি তাহলে সেটি তলে-তলের ব্যাপার। সেজন্য আমি বলি, তলে-তলের কোনো ঘটনা বাংলাদেশের মুক্তির কারণ হবে না। তলে-তলের ঘটনা রাজনৈতিক সংকট মীমাংসা করবে না।
দেশে কি দুটি আইন চলছে—প্রশ্ন রেখে দুদু বলেন, একটি আইন বিরোধীদলের জন্য, আরেকটি সরকারিদলের জন্য। এমন দেশ পৃথিবীর আর কোথাও আছে আমার জানা নেই।
এফএইচ