সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
সোমবার (২ অক্টোবর) বিকেলে জেএসডির স্থায়ী কমিটির সদস্য এস এম আনসার উদ্দিনের শোকসভায় এসব কথা বলেন তিনি। দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
আ স ম রব বলেন, ভোটারবিহীন ক্ষমতা দখলের খেসারত হিসেবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে ধসে পড়েছে। বর্তমানে রাষ্ট্র একটি গণ-লুটপাটের কারখানায় পরিণত হয়েছে।
তিনি বলেন, বৈরী বিদেশি শক্তির আক্রমণ বা হুমকি মোকাবিলা করে আমাদের জাতীয় নিরাপত্তাকে সুসংহত করায়- ইতিহাস সচেতন, দেশপ্রেমিক, চৌকস, দক্ষ ও আধুনিক সেনাবাহিনী যেমন প্রয়োজন, তেমনি জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জারি রেখে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করাও প্রয়োজন। এ লক্ষে বর্তমান সরকারকে বিদায় করেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।
আরএ