সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী ২৩ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে। এই দিনকে কেন্দ্র করে উদযাপনে মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ।
সোমবার (২ অক্টোবর) এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এ মহাসমাবেশকে সফল করতে সিনিয়র নেতাদের সমন্বয়ে ৫টি দল গঠন করা হয়েছে। তারা ঢাকার আশপাশের ১৫টি জেলা ও মহানগর শাখায় গিয়ে বিশেষ বর্ধিত সভা করবেন।
বিশেষ বর্ধিত সভাসমূহে আগামী ২৩ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিতব্য ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য প্রত্যেক উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হবে।
বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট জেলা/মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রী, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়রগণ, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানবৃন্দ, জেলা/মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সব নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ, উপজেলা/থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভা/ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, কয়েক মাস পরেই হবে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন। এরই মধ্যে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল মাঠে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের দাবিতে। এরই প্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে। যাতে বিরোধী কোনো পক্ষ মাঠে নেমে সংঘাত সৃষ্টি করতে না পারে। তবে নেতারা বলছেন, তারা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না। বরং তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরছে।
আরএ