সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েক মাস পরেই হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি দিচ্ছে। যাতে বিরোধী পক্ষ দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ সমাবেশ করবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
সকাল সাড়ে ৬টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কনভেনশনস্থলে চলছে মঞ্চ তৈরির কাজ। সমাবেশস্থলের আশপাশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন ছবি টানানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের ছবি দিয়ে অনেক নেতাকর্মী ফেস্টুন-প্ল্যাকার্ড টানিয়েছেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
এত সকালেও কিছু নেতাকর্মী দাড়িয়ে থেকে মঞ্চ তৈরির কাজ দেখছিল। তারা জানান, আওয়ামী লীগ হলো উন্নয়নের সরকার। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ উন্নত হবে। দেশে যাতে বিএনপি-জামায়াত ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা সজাগ রয়েছে।
তারা আরও জানান, তাদের সমাবেশ করার উদ্দেশ্যে হলো- সারা দেশের কৃষক সমাজ যাতে এক হয়ে সরকারের উন্নয়নের পক্ষে কাজ করে। কোনো ষড়যন্ত্র এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। আগামীতেও শেখ হাসিনা সরকার থাকবে।
আরএ