সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকায় নিযুক্ত মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘আমরা আপনার সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এরই মধ্যে বাংলাদেশে আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন, এটা ১৯৭৫ সাল নয়, এটা ২০২৩। এখন আমাদের জনগণ অনেক বেশি ঐক্যবদ্ধ এবং আপনাদের নোংরা এজেন্ডার ব্যাপারে অত্যন্ত সজাগ।’
পোস্টে তিনি পিটার হাসকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দয়া করে ইউএসএতে (যুক্তরাষ্ট্র) ফিরে যান’।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন পিটার হাস। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এমনকী দেশের নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কী বলছেন তা গুরুত্ব সহকারে মিডিয়াগুলো ফলো করে দেখাচ্ছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার কথা জানানো হয়েছে ওয়াশিংটনের তরফ থেকে।
আরএ