সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগে বিএনপির রোডমার্চ চলছে। জানা গেছে, খুলনা বিভাগের জেলাগুলো থেকে বিএনপি ও তাদের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই রোডমার্চে যোগ দিয়েছেন। এতে নেতাকর্মীদের ঢল নামে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ, মাগুরা ও খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনার শিববাড়ি এলাকায় শেষ হবে।
এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষে নানা স্লোগান দেন। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া সরকার বিরোধী অনেক স্লোগান দেন। রোডমার্চ এলাকায় খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও ব্যানার ছেয়ে গেছে।
শিববাড়িতে রোডমার্চ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির এই ‘এক দফা’ আন্দোলন। বিএনপির সঙ্গে একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা এই আন্দোলনে রয়েছে।
আরএ