সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিপিবির সভাপতি এম এ সামাদ বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে গুম, খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনের মহোৎসব চলছে। একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণ আজ আতঙ্কিত।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবির একাংশ।
সিপিবির সভাপতি এম এ সামাদ বলেন, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলেও ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে বলপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। এই সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
তিনি বলেন, দেশে গুম, খুন, চাঁদাবাজী, কালোবাজারী সিন্ডিকেট লুটপাট দুর্নীতি অর্থপাচার চলছে। চাল-ডালসহ সব প্রকার নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিশেষ করে শ্রমিক শ্রেণির মানুষ আজ দিশেহারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরএ