সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি তার পরিবার, সরকার ও খালেদা জিয়ার আইনজীবীদের বিষয়। তবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত হয়েছে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন দুদক আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
তিনি বলেন, পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই খালেদা জিয়ার পরিবার, আইনজীবী ও সরকারের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ এ বিষয়ে বলেন, আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না। তিনি বলেন, তার পক্ষ থেকে এখনও কোনো আবেদন করা হয়নি। আবেদন করলে সেটি আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় সেটি দেখবে।
এর আগে রোববার সকালে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে; নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক।
তিনি বলেন, চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড বলেছেন খালেদা জিয়ার যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটি এখন সময় এবং জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা।
এফএইচ