সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড ডা. এম এ সামাদ। তিনি বলেন, চাল-ডালসহ সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এম এ সামাদ বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই যে—সাধারণ শ্রমজীবী মানুষ তাল হারিয়ে ফেলছে। চালডালসহ বাজারে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসন। জনগণ আজ আতঙ্কিত। দেশে শুম-খুন, চাঁদাবাজি, কালোবাজারি, সিন্ডিকেট, লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচার চলছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দিয়ে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।
তিনি বলেন, দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার, কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দেশের সব বিরোধী রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
এদিন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরএ