সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে পুনর্নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, বিরোধী শক্তি যাদের হাত-পা ধরে ক্ষমতায় আসতে চায় তাদের জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে দেশের ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারও বাঁশির হুইসেলে নয় বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে সংঘবদ্ধ করে এ দেশকে স্বাধীন করে গেছেন। এটা তো জিয়াউর রহমান করতে পারেননি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করে সফল হয়নি। যারা পবিত্র কুরআনের ভুল ও অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট পেয়ে ক্ষমতায় আসতে চায়, তারা মিথ্যাবাদী, তারা কোনোদিন সফল হবে না।
আরএ