সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, যুদ্ধাপরাধীর পক্ষে সাফাই গাওয়ার ন্যূনতম সুযোগ সংগঠনে নেই।
গত ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুতে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। এ থেকে বাদ যাননি ছাত্রলীগের কিছু নেতাকর্মীও। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দেন। এ নিয়ে ১৬ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ায় তিন নেতাকে অব্যাহতিদেওয়া হয়। সর্বশেষ নওগাঁয় ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ সহসভাপতিসহ ১৫ জন এবং রংপুরে ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
এছাড়া বরিশালের উজিরপুরে ৫ জন, যশোর জেলা ছাত্রলীগের ১ জন ও গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় আরও ২১ জন, চট্টগ্রামের সন্দ্বীপের ৩ জন, জামালপুরে ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, ফেনীতে ২০ জন, রংপুরে ১৪ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, লালমনিরহাটে ১২ জন, কক্সবাজারের পূর্ব বড় ভেওলায় ৩ জন, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ১ জন ও কাশিয়ানীতে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের নাজিরপুরে ২ জন, পাবনায় ৭ জন, ময়মনসিংহের নান্দাইলে ৩ জন, বরিশালে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলার দৌলতখানে ৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জনকে ছাত্রলীগের পদ থেকে এখন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় ১ জনকে শোকজ করা হয়েছে। এসব মিলিয়ে সারাদেশে অন্তত ২৩৭ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত সব নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তরভাবে একটি শুদ্ধি অভিযান চালাবে।
এফএইচ