সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ে নিয়ে তরুণদের উপদেশ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। অনেক বিচার বিবেচনা করার পর বিয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ পরামর্শ দেন তিনি।
শফিক রেহমান বলেন, ‘তরুণদের প্রতি আমার উপদেশ, বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে। গুণ আছে কি না তোমার মতো, গান শোনে কি না, বই পড়ে কি না- এসব খুঁজতে হবে। আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদয় হোক।’
তিনি আরও বলেন, ‘তরুণদের মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হবে কেন? এরা মন্ত্রী হবে। কারণ, তরুণ বয়সে বাড়ি গাড়ি টাকা পয়সা করার লোভ কম থাকে।’
বিদেশে অবস্থানরতরা আন্দোলনে অনেক সুফল বয়ে এনেছে উল্লেখ করে শফিক রেহমান বলেন, ‘দুদেশে থেকেই আন্দোলনের বিষয়গুলো দেখতে পারার সৌভাগ্য আমার হয়েছে।’
দেশ পুনর্গঠনে সময় ব্যয় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবাই আওয়ামী লীগের ফাঁসি চাইলে তো দেশ থাকবে না। এজন্য ক্ষমার চিন্তা করতে হবে। দেশের সবাই জানে কে দোষ করেছে। তাই সময় নষ্ট করার দরকার নেই।’
অ