সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দীর্ঘ সাড়ে তিন বছর ধরে পরীক্ষামূলক প্রকাশনায় থাকার পর গত ১ জুলাই বন্ধ হয়ে গেছে অনলাইন নিউজ পোর্টাল ‘বিবিএস বাংলা’। প্রতিষ্ঠানটির মালিকানায় ছিল বিবিএস গ্রুপ ও দেশের দুজন তরুণ সাংবাদিক। এতে হেড অপারেশন্সের দায়িত্বে ছিলেন একাত্তর টেলিভিশন ছেড়ে আসা সামসুল আরেফিন। এছাড়া স্পোর্টস বিভাগের প্রধান ছিলেন দেব চৌধুরী।
দেশের প্রচলিত আইন মেনে বাংলাদেশ জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন নিয়ে ২০২০ সালের মার্চে যাত্রা করে বিবিএস মিডিয়া লিমিটেড। প্রায় অর্ধশত সংবাদকর্মী নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য ‘বিবিএস বাংলা’ ও খেলাধুলার খবরের জন্য ‘অলরাউন্ডার’ এবং বিনোদনের জন্য ‘ইভেনিং শো’ নামে তিনটি প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট প্রচার শুরু করে ফেসবুক ও ইউটিউবে।
অনলাইন নিউজ পোর্টালের জন্য তথ্য অধিদপ্তরের নিবন্ধন চেয়ে তিন বছর আগে আবেদন করে প্রতিষ্ঠানটি। কিন্তু দীর্ঘ সময় পরও অনুমোদন মেলেনি! ফলে হাল ছেড়ে দেন মালিকপক্ষ! তা ছাড়া ২০২৩ সালের মাঝামাঝি দেশ ছাড়েন বিবিএস মিডিয়া লিমিটেডের হেড অব অপারেশন্স ও সহপ্রতিষ্ঠাতা সামসুল আরেফিন। এতে আশাহত হয় প্রতিষ্ঠানটির একঝাঁক সংবাদকর্মী।
উপায়ান্তর না দেখে বেশিরভাগ সংবাদকর্মী অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়। তবে এ লম্বা সময়ে বেতন-বোনাস নিয়ে কখনই গড়িমসি করেনি মালিকানায় থাকা প্রতিষ্ঠান বিবিএস গ্রুপ। নিবন্ধন নিয়ে গড়িমসির কারণে শেষ পর্যন্ত ১ জুলাই বিবিএস বাংলা ও ইভেনিং শো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে খেলাধুলার জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডার’ বন্ধ করা হয়নি।
আরএ