দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর জুরাইন রেলগেট অবরোধ তুলে নিয়েছে অটোরিকশা চালকরা। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ছেড়ে চলে গেছে। এ ছাড়া খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ১১টা ২০ মিনিট থেকে এখনও আটকে আছে। লাইন খালি হলেই চালু হবে।
তিনি আরও জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস পথে আছে, সেটা ফিরলেই ছাড়া যাবে নকশিকাঁথা।
এর আগে সকাল থেকে ১১টা থেকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এসময় পুলিশ-অটোরিকশা চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
এফএইচ