সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
সুজনের সম্পাদক বলেন, গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে। এতদিন সংস্কার একটা গালি ছিল। কিন্তু এখন সবাই সংস্কারের দাবি করছে।
সভায় মুন্সীগঞ্জের সিরাজদীখান থেকে রত্না হালদার, রাজশাহী সুজনের এনায়েতুল ইসলাম আরিফ, হুসাইন আহমেদ বিপ্লব, প্রকৌশলী বেলায়েত হোসেন, খুলনা সুজনের অ্যাডভোকেট কুদরত-ই খোদাসহ দুই শতাধিক সচেতন নাগরিকরা অংশ নেন।
সভার সমাপনী বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা যদি গণতন্ত্র চাই নিজের, দলের দৃষ্টিভঙ্গি, আচরণ পরিবর্তন করতে হবে।
মোংলা সুজনের সভাপতি নুরুল আলম শেখ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হবে। এজন্য নিরপেক্ষ প্রধান উপদেষ্টা কীভাবে করা যায় এবং নির্বাচনের জামানত কমানো যায় সে ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, জন্ম নিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে জন্মনিবন্ধন অনুযায়ী যার বয়স যখন ১৮ হবে সে যেন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। এছাড়া নারী নির্যাতনকারী যেন ভোটে অংশ নিতে না পারে এবং পরিবেশবান্ধব নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা, ৬০ শতাংশ ন্যূনতম ভোট না হলে ভোট বাতিল। গরিব, সৎ মানুষ যেন ভোট করতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল, পোলিং এজেন্টদের কাছে ছবিসহ ভোটার তালিকা সরবরাহকরণ, ব্যবসায়ীরা যেন নির্বাচনে না আসতে পারে, পারিবারিকভাবে রাজনীতির অংশ হিসেবে যেন হুট করে নির্বাচনে না আসতে পারে, নির্বাচন অফিসে যোগসাজশ রোধ, দুর্নীতিবাজদের পরিবারের সদস্যদের ভোটের বাইরে রাখা, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া, শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা স্নাকত্তর, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা আনার প্রস্তাবও করেন তারা।
এফএইচ