সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন রাজাকারদের তালিকা আমরা প্রকাশ করব। তবে কমিটি থেকে এখনও তালিকা পাইনি। তাই এখন প্রকাশ করতে পারছি না।
রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, আমরা তালিকা পেলেই প্রকাশ করব। তালিকা পেলে প্রকাশ করতে তো সমস্যা নেই। তবে যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তাই দেরি হচ্ছে। তবে আমার তো মনে হয় এখন এ তালিকার দরকার নেই। এতে অনেক অনিয়মের সুযোগ থাকে।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ’৭১ সালের তালিকা আছে। আপনারা তালিকা দেখতে চাইলে ’৭১ সালের তালিকা দেখেন। এখন তালিকা করলে যদি কেউ অনিয়ম করে তখন আপনারাই আবার প্রশ্ন করবেন। অভিযোগ করবেন। আবার এখানে অনেকেই জীবন বাঁচানোর জন্য, আবার কেউ সত্যিকার অর্থে পাকিস্তানের সপক্ষে রাজাকার হয়েছেন। সেটাকেও বিবেচনা করতে হবে।
এও