সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশে পানি দূষণের ফলে অন্তত ৪ কোটি ৩০ লাখ লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান পানি দূষণ, ভূগর্ভস্থ পানি নিষ্কাশন, আন্তঃসীমান্ত নদীর পানি প্রবাহের অভাবে নদী কেন্দ্রীক জীবিকা নির্বাহে জড়িতরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে রাজধানীর তুরাগ নদীর তীরবর্তী মাঝির দিয়ার জেলেপল্লীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে গণশুনানির আয়োজন করে নদী এবং পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। এ সময় তুরাগ নদীর পানিতে দূষণের মাত্রা পরিমাপ করে দেখা যায়, প্রতি লিটারে দ্রবীভূত অক্সিজেন ১.৩ মিলিগ্রাম। যেখানে আদর্শ মাত্রা হল প্রতি লিটারে ৪.৫ থেকে ৮ মিলিগ্রাম।
গণশুনানিতে অংশ নিয়ে নদী দূষণের চিত্র তুলে ধরেন রিভার ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মো. এজাজ, সেন্টার ফর অ্যাটমসফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়টির পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, চেঞ্জ ইনেশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান।
আরডিআরসির চেয়ারম্যান মো. এজাজ বলেন বাংলাদেশে পানি দূষণের ফলে অন্তত ৪ কোটি ৩০ লক্ষ লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন, নদী দূষণের ফলে পেশা পরিবর্তন না করতে পেরে ঋণের ফাঁদে পা দিচ্ছে মাঝির দিয়ার জেলেপল্লী এলাকার পাঁচ হাজার জেলে পরিবার। এমনকি তুরাগের পাশ্ববর্তী এলাকাগুলোতে হচ্ছে মাত্রাতিরিক্ত বায়ু দূষণও।
এও