সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিকিমে ঘুরতে গিয়ে বন্যায় নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। গত পাঁচদিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা।
নিখোঁজ দম্পতি হলেন নুসরাত জাহান এবং তার স্বামী আবিদ সাহজাহান। আবিদ সাহজাহান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের ফ্রন্ট অফিসার হিসেবে কর্মরত। তারা রাজধানীর শেখের টেক এলাকায় থাকেন।
নুসরাত জাহানের ভাই জানান, ১ অক্টোবর সিকিম ভ্রমণের উদ্দেশে দেশ ছাড়েন নুসরাত ও আবিদ। সর্বশেষ ৩ অক্টোবর দুপুর আড়াইটায় তাদের সঙ্গে যোগাযোগ হয় পরিবারের। তারা সিকিমের গ্যাংটকের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরদিন অর্থাৎ ৪ অক্টোবর সিকিমের লাচেন উপত্যকায় যাওয়ার কথা ছিল তাদের। তবে এরপর থেকেই এই দম্পতির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পরিবারের।
বোন ও ভগ্নিপতির সন্ধান পেতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ ও সহযোগিতা প্রত্যাশা করেছে নিখোঁজ দম্পতির স্বজনরা।
৪ অক্টোবর থেকেই ভয়াবহ বন্যার কবলে পড়ে সিকিম। বন্যায় বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। নিখোঁজ আছেন অসংখ্য মানুষ।
জেডএ