সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অক্টোবর মাস সনাতন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য উৎসবের মাস। এই মাসে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। এর ফলে এ মাসে অনেকগুলো ছুটি থাকবে। এর বাইরেও এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব) ১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে। ২২ ও ২৩ অক্টোবর (রোব ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষে দুদিন ছুটি কাটানো যাবে। ২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি নেওয়া যাবে।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেওয়া যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মো ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
আরএ